আগামী ১১ই জুন ইন্দো-বাংলা সীমান্ত সম্মেলন

|

আগামী ১১ই জুন থেকে শুরু হচ্ছে ইন্দো-বাংলা সীমান্ত সম্মেলন। সাধারণত প্রতি বছরে একবার করে বিজিবি এবং বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এবারের কনফারেন্সটি ৪৮তম বারের মত ডিজি লেভেল কনফারেন্স, এবং ভারতের মোদি সরকারের দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মত ইন্দো-বাংলা কনফারেন্স।

আগামী ১১ই জুন বিএসএফের ডিজি আর.কে মিশরার নেতৃত্বে ১০ জন উচ্চপদস্হ কর্মকর্তা (ইনক্লুডিং ইন্ডিয়ান এন্টি নারকোটিক্স এজেন্সীর কর্মকর্তা, বাংলাদেশে অবস্হিত ভারতীয় হাইকমিশনার-কূটনৈতিক কর্মকর্তা) পাঁচদিনের সফরে বাংলাদেশে আসবেন। বাংলাদেশের হয়ে এই কনফারেন্সে ডিজি বিজিবি মেজর জেনারেল মোঃ শাফিনুল ইসলাম এর নেতৃত্বে ১৯ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply