‘তদন্তের স্বার্থেই তনুর পরিবারকে সিআইডি কার্যালয়ে ডাকা হয়েছে’

|

তদন্তের স্বার্থেই তনুর পরিবারকে সিআইডি কার্যালয়ে ডাকা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বুধবার দুপুরে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ১৫ বছরপূর্তি অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, এই হত্যাকান্ডে সিআইডি যাতে সুষ্ঠু তদন্ত করতে পারে সেজন্য তনুর পরিবারকে ডাকা হয়েছে।

এদিকে নিখোঁজ থাকা সাংবাদিক উৎপল এবং অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের খুঁজে পেতে অনুসন্ধান চলছে, খুব শিঘ্রই তাদের উদ্ধার করা হবে।

এর আগে সাউথ ইস্ট ইউনিভার্সিটির বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন স্বরাষ্টমন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল দেশের ধারাবাহিকতা রক্ষার্থে বর্তমান শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম নিয়ে এগিয়ে আসতে হবে।

মাদক কিম্বা জঙ্গিবাদের সাথে জড়িত না হওয়ার আহবান জানিয়ে বলেন মন্ত্রী, এদেশের ভাবমুর্তি আগামী প্রজন্মের হাতে। তা রক্ষার্থে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply