নিখোঁজের ৮ দিন পর ভারতীয় বিমান উদ্ধার

|

অবশেষে ভারতীয় বিমানবাহিনীর নিখোঁজ এএন-৩২ বিমানের সন্ধান পাওয়া গিয়েছে। সেনা ও বিমানবাহিনীর অব্যাহত অভিযানে নিখোঁজ হওয়ার ৮ দিন পর মঙ্গলবার অরুণাচল প্রদেশে বিমানটির সন্ধায় পাওয়া যায়।

হারিয়ে যাওয়া ওই বিমানের খোঁজ দিতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল ভারতীয় বিমানবাহিনী। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

দেশটির বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, অরুণাচল প্রদেশের লিপোর ১৬ কিলোমিটার উত্তরে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা।

গত ৩ জুন আসামের জোরহাট থেকে ১৩ জন আরোহী নিয়ে এএন-৩২ বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিমানটি নিখোঁজ হয়ে যায়। ওইদিন দুপুর ১২টা ২৭ মিনিটে উড্ডয়ন করেছিল বিমানটি। সর্বশেষ দুপুর ১টার দিকে শেষবারের মতো রাডারের সঙ্গে যোগাযোগ করে।

ভারতীয় বিমানবাহিনী জানায়, নিখোঁজ হওয়ার পর থেকে গত এক সপ্তাহ ধরেই এই অঞ্চলে বিমানটির খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছিল বিমানবাহিনী। মঙ্গলবার অরুণাচল প্রদেশের ওই অঞ্চলে তল্লাশি অভিযান চালাচ্ছিল বিমানবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার। তখন বিমানের ধ্বংসাবশেষ দেখতে পায় তারা। তবে বিমানের আরোহীরা বেঁচে আছেন কি না সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।

দুর্গম পাহাড়ি এলাকা এবং প্রতিকূল আবহাওয়া ওই অভিযানে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল সেনা সূত্রে জানানো হয়েছে। কিন্তু তারপরও তল্লাশি অভিযান বন্ধ রাখা হয়নি।

সেনা সদস্যদের পাশাপাশি, অরুণাচলের সি ইয়োমির শিকারিদেরও উদ্ধারকাজে লাগানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply