গুজরাটে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় বায়ু

|

ভারতের গুজরাটে দুপুর নাগাদ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় বায়ু। প্রাণহানি এড়াতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে পাঁচশ গ্রামের পৌনে তিন লাখ বাসিন্দাকে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণ গেছে অন্তত পাঁচজনের।

প্রবল শক্তিতে সৌরাষ্ট্র-কুচ উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঝড়টি। ধারণা করা হচ্ছে ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে উপকূলে আছড়ে পড়বে ঝড়টি। এরপর প্রায় চারদিন ধরে অঞ্চলটিতে চলবে ঝড়ের তাণ্ডব।

‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হওয়া বায়ুর প্রভাবে ঝড় ও ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দেবভূমি দ্বারকা, গির-সোমনাথসহ বিভিন্ন তীর্থভূমি থেকে প্রায় ১০ হাজার পর্যটককে জরুরি ভিত্তিতে সরিয়ে নিয়েছে প্রশাসন। ঝড়ের প্রভাবে বুধবার থেকে রাজ্যের পাঁচটি বিমানবন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

সরকারিভাবে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের ৩৬টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। নৌ, সেনা, কোস্টগার্ড, বিএসএফ সদস্যদের পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে বিমান বাহিনীর সাহায্য নেয়া হবে বলে জানা গেছে।

দুই দশকের মধ্যে গুজরাটের সবচেয়ে শক্তিশালী ঝড় হতে যাচ্ছে ‘বায়ু’। ১৯৯৮ সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে রাজ্যটি; যাতে শুধু বন্দরনগরী কান্ডলাতেই প্রাণ যায় ১২শ’ মানুষের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply