জাতীয় সংসদের আজ বিকেলে উপস্থাপন করা হবে আগামী ২০১৯-২০ অর্থ বছরের বাজেট। দেশের ৪৮তম বাজেট নিয়ে প্রস্তুত, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় সংসদে প্রথমবারের মতো বাজেট পেশ করবেন তিনি। যার নাম সমৃদ্ধ আগামীর পথ যাত্রায় বাংলাদেশ; সময় এখন আমাদের; সময় এখন বাংলাদেশের।
প্রস্তাবিত বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এরমধ্যে ঘাটতি বাজেট ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা। পরিচালন ব্যয় ধরা হচ্ছে ৩ লাখ ১০ হাজার ২৬২ কোটি টাকা। আর উন্নয়ন ব্যায় ধরা হচ্ছে ২ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব প্রাপ্তি ও বৈদেশিক অনুদান ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। ঘাটতি অর্থায়নের ৬০ হাজার কোটি টাকা ধরা হচ্ছে বিদেশি ঋণ থেকে। এছাড়া ব্যাংক থেকে ৫৪ হাজার ৮০০ কোটি টাকা ঋণ নেবে সরকার। সঞ্চয়পত্র ও অন্যান্য সুদ থেকে আসবে ৩০ হাজার ৫৮০ কোটি টাকা।
Leave a reply