বরিশাল ব্যুরো
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান চালিয়ে দালাল ও প্রতারক চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার পরিচালিত অভিযানে আটক দালাল ও প্রতারকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে।
বরিশাল র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সজিব জানান, গ্রাম থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা সহজ সরল ও নিরীহ মানুষদের প্রতারনার মাধ্যমে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় একটি সংঘবদ্ধ দালাল চক্র।
এমন অভিযোগের প্রেক্ষিতে ২ সপ্তাহ যাবত শেবাচিম হাসপাতালে গোয়েন্দা নজরদারি চালায় র্যাব। তথ্য প্রমানের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে দালাল ও প্রতারক চক্রের ১৪ সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে ৩ জন নারীও রয়েছে।
বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনীষা আহমেদ জানান, আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করেছেন। প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। ভবিষ্যতে তারা দালালি ও প্রতারনার সাথে সম্পৃক্ত হলে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।
Leave a reply