তৈরি পোশাক খাতের রপ্তানি বৃদ্ধিতে বিশেষ গুরুত্বের অংশ হিসেবে এবারের প্রস্তাবিত বাজেটে আরও দুই হাজার ৮২৫ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর পক্ষে এই ঘোষণা পড়ে শোনান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাজেট ঘোষণায় বলা হয়, বর্তমানে বৈশ্বিক বাণিজ্যের প্রেক্ষাপটে এটি একটি বিকাশমান ও সম্ভাবনাময় খাত। তাই সরকার এ খাতটির জন্য বিদ্যমান নগদ প্রণোদনা সহ সকল প্রকার সুযোগ- সুবিধা অব্যহত রেখেছে জানিয়ে বলেন, সরকার তৈরি পোশাকের চারটি খাতে চার শতাংশ রপ্তানি প্রণোদনা প্রদান করছে। আগামী অর্থবছর থেকে তৈরি পোশাকের বাকি সব খাতের জন্য এক শতাংশ রপ্তানি প্রণোদনা প্রস্তাব করা হচ্ছে। এজন্য ২০১৯-২০ অর্থবছরের বাজেটে আরও দুই হাজার ৮২৫ কোটি টাকার বরাদ্দ রাখা হবে।
Leave a reply