জুনের শেষ নাগাদ হোয়াইট হাউস মুখপাত্রের চাকরি ছাড়ছেন সারাহ স্যান্ডার্স। বৃহস্পতিবার (১৩ জুন) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যতম মিত্রের বিদায়ী বক্তব্যে ট্রাম্প বলেন, গত সাড়ে তিন বছর খুব ভালোভাবে মার্কিন গণমাধ্যম এবং নানা সমালোচনা সামাল দিয়েছেন স্যান্ডার্স। তিনি খুব ভালো একজন বন্ধু হারালেন বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট।
আসন্ন আরাকানসাস রাজ্যের গর্ভনর পদে রিপাবলিকান পার্টির হয়ে নির্বাচনের জন্যেই হোয়াইট হাউসের চাকরি ছাড়লেন সারাহ্।
এদিকে স্বপদে বহাল থাকা অবস্থায় নির্বাচনী প্রচারণা চালানো যাবে না, এমন নিষেধাজ্ঞা আরোপের কারণে তোপের মুখে পড়েছেন হোয়াইট হাউস উপদেষ্টা কেলিন কনওয়ে।
গোপন সূত্রের খবর, এজন্য চাকরিচ্যুত হতে পারেন ট্রাম্পের অন্যতম এই উপদেষ্টা। তিনিও তিন বছরের বেশি সময় ধরে সরকারের সাথে কাজ করছেন।
Leave a reply