প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে এতিমের টাকা আত্মসাৎ করা হয়নি। কোন সাক্ষীও তাদের বক্তব্যে টাকা আত্মসাতের কথা বলেনি। আত্মপক্ষ সমর্থনে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উপরের নির্দেশে বাদী প্রতিবেদন দিয়েছেন বলেও অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৬ষ্ঠ দিনের মতো আত্মপক্ষ সমর্থনের জন্য বেলা ১১টার কিছু পর বকশিবাজারের অস্থায়ী আদালতে পৌছান খালেদা জিয়া। বিচারক মো. আখতারুজ্জামানের আদালতে আত্মপক্ষ সমর্থনে তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দু’টি অনুসন্ধান প্রতিবেদনই সাজানো। কোন তথ্য প্রমাণ ছাড়াই এই প্রতিবেদন দেয়া হয়েছে। সাজানো রিপোর্ট করে মিথ্যা মামলা দায়ের করে তাকে এবং তার দলের ভাবমূর্তির ক্ষুণ্নের অভিযোগ করেন খালেদা জিয়া। আত্মপক্ষ সমর্থনে আজকের মতো বক্তব্য শেষ হলে বিচারক জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাক্ষীদের বক্তব্যের সংক্ষিপ্তসার খালেদা জিয়াকে পড়ে শোনান। এ সময় বিএনপি নেত্রী নিজেকে নির্দোষ দাবি করেন। পরে বিচারক ৩০ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন।
Leave a reply