চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুইটি জাহাজের সংঘর্ষের ঘটনা তদন্ত করছে তিন সদস্যের তদন্ত কমিটি।
শুক্রবার (১৪ জুন) সকালে কুয়েতের তেলবাহী জাহাজ চ্যানেলে থাকা অপর একটি জাহাজকে পাশ কাটাতে গিয়ে তার বিপরীত দিক থেকে আসা কন্টেইনারবাহী জাহাজটিকে ধাক্কা দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে কমিটি।
এতে তেলবাহী জাহাজটির সামনের অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়।
তবে কন্টেইনারবাহী জাহজটির ক্ষতির পরিমাণ কম হলেও পণ্যের কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়টিও ক্ষতিয়ে দেখছে কমিটি।
আগামী সোমবারের মধ্যে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে এই কমিটি তার প্রতিবেদন জমা দিবে।
এদিকে জাহাজ দুটিকে আলাদা করে ২টি জেটিতে সরিয়ে নেয়া হয়েছে।
Leave a reply