বহুল আলোচিত ‘অপরাধী প্রত্যর্পণ বিল’ আপাতত স্থগিত করলো হংকং প্রশাসন। এ ব্যপারে বিস্তারিত আলোচনার পরই নেয়া হবে সিদ্ধান্ত।
এর আগে ২০ জুনের মধ্যে বিলটি যেকোন মূল্যে পাস করার আলটিমেটাম দেয় আইন পরিষদ।
ইস্যুটি নিয়ে বিতর্কের জন্য নির্ধারণ করে ৬৬ কর্মঘণ্টা। কিন্তু, অব্যাহত বিক্ষোভ-সমাবেশের চাপে সিদ্ধান্ত খতিয়ে দেখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।
আগামী রোববার (১৬ জুন) আবারও ‘অপরাধী প্রত্যর্পণ বিল’ পাস বাতিলে বিশাল বিক্ষোভ-সমাবেশের ডাক দেয়া হয়েছে।
সেটি সফল করতেই উত্তাল আন্দোলন থেকে স্বাভাবিক জীবনে ফিরছে হংকং। শুক্রবার থেকেই কর্মস্থলে ফেরা শুরু করেছেন মানুষজন।
গত সপ্তাহে বিলটির বিরুদ্ধে রাজপথে নামেন প্রায় ১০ লাখ মানুষ। যা, হংকং’র ইতিহাসে রেকর্ড।
‘অপরাধী প্রত্যর্পণ বিল’ পাস হলে ধর্ষণ ও হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত অপরাধীদের বিচারের জন্য পাঠানো হবে চীন, তাইওয়ান ও ম্যাকাওয়ে।
Leave a reply