Site icon Jamuna Television

বারী সিদ্দিকীর জানাজা সম্পন্ন

জনপ্রিয় সঙ্গীত শিল্পী বারী সিদ্দিকীর দু দফা জানাজা সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা, আর দ্বিতীয় জানাজা হয় বাংলাদেশ টেলিভিশন ভবনে সকাল সাড়ে ১০টায়।

তার মরদেহ নেয়া হবে নেত্রকোনায়। বাদ আসর নেত্রকোনা সরকারি কলেজে তৃতীয় ও শেষ জানাজা শেষে দাফন করা হবে কারলি গ্রামের ‘বাউল বাড়ি’তে। গতরাত ২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুনী শিল্পী। লোকগান ও আধ্যাত্মিক ধারার গানের জন্যই বেশি পরিচিত বারী সিদ্দিকী। ছোটবেলা থেকেই সংগীতের সাথে ছিল তার যোগাযোগ। তালিম নিয়েছেন দেশী-বিদেশী অনেক ওস্তাদের কাছে। দারুণ জনপ্রিয় তার বাঁশিও। বাঁশির প্রতি আগ্রহ থাকায় প্রশিক্ষন নিয়েছিলেন উচ্চাঙ্গ বংশীবাদনের। গানের পাশাপাশি অভিনয় করেছেন নাটক- সিনেমায়।

Exit mobile version