সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ভারত, সতর্কতা জারি

|

ইতিহাসের অন্যতম দীর্ঘ দাবদাহের কবলে পড়েছে ভারত। গরমের তীব্রতায় এবং হিটস্ট্রোকে প্রাণ গেছে অন্তত ৩৬ জনের। শুধু বিহারেই মৃতের সংখ্যা ২৯। চিকিৎসাধীন হাজারো মানুষ।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এক মাসের বেশি সময় ধরে টানা দাবদাহ চলছে ভারতের উত্তর ও মধ্যাঞ্চলে।

১ জুন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজস্থানের চুরুতে, ৫০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি।

তপ্ত হাওয়া বইছে মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা আর উত্তর প্রদেশেও। এমনকি হিমাচল আর জম্মু-কাশ্মিরেও তাপমাত্রা পৌঁছায় ৪৫ ডিগ্রিতে।

বৃষ্টি বিলম্বিত হওয়ায় গরম আরও বাড়বে বলে জারি করা হয়েছে সতর্কতা।

২০১৫ সালে ভয়াবহ গরমে ভারতে প্রাণ যায় আড়াই হাজার মানুষের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply