Site icon Jamuna Television

যেকোনো মূল্যে লেবাননে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ঘোষণা সাদ হারিরি’র

যেকোনো মূলে লেবাননে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি। বৃহস্পতিবার রাজধানী বৈরুতে এক বাণিজ্যিক সম্মেলনে একথা বলেন তিনি।

রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করার পাশাপাশি লেবাননের অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনতেও কাজ করার ঘোষণা দেন হারিরি। তিনি বলেন, নানান সংকট ঘিরে রয়েছে লেবাননকে। তবে এই মূহুর্তে রাজনৈতিক সংকট কাটানোই দেশটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি লেবাননের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করা হবে বলে জানান হারিরি। আরব দেশগুলোর সাথে সুসম্পর্কের ভিত্তি করে এসব সংকট মোকাবেলা করা হবে বলেও জানান লেবাননের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী  সাদ হারিরি আরও বলেন, দেশের উন্নয়নের ক্ষেত্রে আমাদের নীতির কখনো পরিবর্তন হবে না। আমাদের স্লোগান হবে ‘লেবানন প্রথম’আমি আপনাদের সঙ্গেই আছি, আমরা একসঙ্গে থাকব।এই মুহূর্তে আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় লেবাননের সবার সহযোগিতা দরকার। অন্য যেকোনো কিছুর চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমি সব রাজনৈতিক দলের অংশগ্রহণের দিকে জোর দিতে চাই।’

Exit mobile version