ঘটনাবহুল সপ্তাহ শেষে জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এমারসন নান-গাগুয়া। রাজধানী হারারে’র জাতীয় স্টেডিয়ামে জমকালো আয়োজনে শেষ হয় শপথ অনুষ্ঠান।
বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে শপথ পড়ান জিম্বাবুয়ের প্রধান বিচারপতি। দায়িত্ব নেয়ার মুহূর্তে দেশের গণতন্ত্র সমুন্নত রাখার আশ্বাস দিয়েছেন ৭৫ বছর বয়সী নানগাগুয়া। তিনি ঘোষণা দেন, সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন দেশের মানুষের স্বার্থকে। মাত্র দুই সপ্তাহ আগে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে বহিস্কৃত হওয়া, নানগাগুয়ার এই ফিরে আসাকে আফ্রিকান রাজনীতির বড় ঘটনা হিসেবে দেখছে সমর্থকরা। মঙ্গলবার রবার্ট মুগাবে পদত্যাগ করায় শূন্য হয় জিম্বাবুয়ের প্রেসিডেন্টের পদ। আগামী বছর নতুন নির্বাচনের আগ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বে থাকবেন নানগাগুয়া। তবে মুগাবে পরবর্তী যুগে জিম্বাবুয়ের দীর্ঘমেয়াদি কাণ্ডারি হিসেবেই বিবেচনা করা হচ্ছে তাকে। এদিকে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগুয়া বলেন, আমি এমারসন নানগাগুয়া জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলাম। সংবিধানকে সমুন্নত রেখেই দেশের উন্নয়ন-সমৃদ্ধি এবং সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবো। জিম্বাবুইয়ানদের মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় সবোর্চ্চ শক্তি দিয়ে সেদিকে লক্ষ্য রাখা হবে।
Leave a reply