বিদ্যুতের দাম বাড়লেও জনগণের জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্যে তেমন কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী।
সকালে বিদ্যুৎ ভবনে সেক্টর লিডার্স ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির জন্য যাতে কোন পণ্যের দাম না বাড়ে- সেজন্য সবাইকে সচেতন থাকবে হবে। সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে এ খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। সেজন্য এই মূল্য বৃদ্ধি মেনে নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিদ্যুৎ খাতে যে ৪ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হচ্ছে তা বিনিয়োগ হিসেবেই দিচ্ছে সরকার। বিইআরসি যাবতীয় তথ্য উপাত্ত বিশ্লেষণ করেই বিদ্যুতের দাম বাড়িয়েছে বলেও দাবি করেন তিনি।
Leave a reply