ব্রেক্সিট বিষয়ক বিতর্কে অংশ নিলেন যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের নেতারা। রোববার (১৬ জুন) চ্যানেল ফোর টেলিভিশন আয়োজন করে এ বিতর্ক।
দলীয় প্রধান পদে লড়াইকারী বেশ কয়েকজন প্রার্থী এতে অংশ নেয়।
সেখানে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট, পরিবেশমন্ত্রী মাইকেল গোভ, স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদ। আরও ছিলেন সাবেক ব্রেক্সিট মন্ত্রী ডমিনিক রাব ও আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ররি স্টুয়ার্ট।
নির্ধারিত সময়ের মধ্যে ইইউ থেকে ব্রিটেনের বিচ্ছেদ কার্যকরের উপায় নিয়ে যার যার অবস্থান তুলে ধরেন তারা। প্রশ্নবাণে জর্জরিত করেন একে অপরকে।
তবে বিতর্কে অংশ নেননি আলোচিত প্রার্থী বরিস জনসন। ব্রেক্সিট কার্যকরে তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন উপস্থিত অন্যান্যরা।
থেরেসা মে’র পদত্যাগের ঘোষণার পর নতুন কনজারভেটিভ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া চলছে দেশটিতে।
Leave a reply