হত্যা মামলায় পিতা ও দুই পুত্রের যাবজ্জীবন

|

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শিক্ষার্থী রুবেল হত্যা মামলায় এক বাবা ও তার দুই ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে এই আদেশ প্রদান করেন সুনামগঞ্জের দায়রা ও জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের মৃত জোয়াহের আলীর পুত্র মীর্জা হাছন আলী ও তাঁর দুই পুত্র নোমান মিয়া ও কালা মিয়া।

মামলা সূত্রে জানা যায়- ২০০০ সালের ২০ আগস্ট রাতে তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের রনজিৎ পুরকায়স্থের পুত্র রুবেল পুরকায়স্থকে কাজের কথা বলে বাড়ির বাহিরে নিয়ে যায় প্রতিবেশি মীর্জা হাছন আলীর ছেলে নোমান মিয়া। মধ্যরাত হওয়ার পরও ছেলে না আসায় ঘুমিয়ে পড়ে রনজিৎ ও তাঁর স্ত্রী। রাত ২ টায় বাহিরে চোর চোর চিৎকার শুনে রনজিৎ ও স্ত্রী উষারাণী ঘুম থেকে উঠে এগিয়ে গিয়ে দেখেন প্রতিবেশি মীর্জা হাছন আলী ও তাঁর দুই পুত্র নোমান মিয়া ও কালা মিয়া রুবেলকে মারধর করে রক্তাক্ত দেহ পুকুর পারে ফেলে রেখেছে।
পরে তাকে উদ্ধার করে তাহিরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পরদিন চিকসা গ্রামের মৃত জোয়াহের আলীর পুত্র মীর্জা হাছন আলী ও তাঁর দুই পুত্র নোমান মিয়া ও কালা মিয়াসহ ৭ জনকে আসামি করে নিহত রুবেলের পিতা রনজিৎ বাদি হয়ে তাহিরপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে আদালতে মীর্জা হাছন আলী ও তাঁর দুই পুত্র নোমান মিয়া ও কালা মিয়াসহ সাত জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে তাহিরপুর থানা পুলিশ।

স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ ও শুনানি শেষে সোমবার দণ্ডাদেশ প্রদান করেন বিচারক।

এসময় রাষ্ট্র পক্ষের আইনজীবী এডিশনাল পি.পি সোহেল আহমদ সইল মিয়া জানান, রায় ঘোষণার সময় দণ্ড প্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ে আরো চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply