টানা ৬ দিনের কর্মবিরতির পর অবশেষে তা প্রত্যাহারে সম্মত হলেন পশ্চিমবঙ্গের চিকিৎসকরা।
সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাথে এক মিটিংএ এমন সিদ্ধান্ত নেন তারা। এসময় চিকিৎসকরা সংকট নিরসনে মুখ্যমন্ত্রীকে আন্তরিক বলেও মন্তব্য করেন।
তবে এসময় চিকিৎসকরা তাদের নিরাপত্তার জন্য ১০টি শর্তও প্রস্তাব করেন মুখ্যমন্ত্রীর নিকট।
বৈঠকের পর মমতা বলেন, “আমাদের চিকিৎসকদের জন্য আমরা গর্বিত। আপনারা আমার সরকারের প্রতি ক্রুদ্ধ হতে পারেন, তবে কাজে ফিরুন। আমি খুশি হব, যদি আপনারা এখন কর্মবিরতি শেষ হওয়ার ঘোষণা করেন”।
চিকিৎসকরা বলেন, “আমরা সমাধান চাই, সেই কারণে বৈঠকে যোগ দিয়েছি। আমরা বিশ্বাস করি, আপনার সৎ উদ্দেশ্য রয়েছে। যদি সম্ভব হয়, তাহলে অপ্রত্যাশিত ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন”। এসময় মুখ্যমন্ত্রীকে তাঁদের অভিভাবকও বলেন চিকিৎসকরা।
গত সপ্তাহের রোববার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ট্রমা সেন্টারের এক চিকিৎসককে উপর হামলার ঘটনায় টানা ৬দিন এই কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। এসময় হাসপাতালগুলোর জরুরী বিভাগ সহ অনেক অস্ত্রোপাচারও বন্ধ ছিল তাতে ভোগান্তি সীমা অতিক্রম করে রোগীদের।
এদিকে, ভারতে চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত মামলা গড়িয়েছে দেশটির সুপ্রিম কোর্টে।
Leave a reply