ডিআইজি মিজানের ঘুষ কেলেংকারির ঘটনায় তদন্ত কমিটি গঠন

|

নারী নির্যাতনে অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া ডিআইজি মিজানুর রহমানের ঘুষ কেলেংকারির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।

গত ৯ জুন নিজের দুর্নীতি ঢাকতে মরিয়া পুলিশের বিতর্কিত ডিআইজি মিজান দাবি করেন তার পক্ষে রিপোর্ট দিতে, ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন দুদক পরিচালক বাছির। তবুও কাজ হয়নি। অভিযুক্ত পরিচালক এনামুল বাছিরকে গোপনীয়তা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করে দুদক।

এদিকে ডিআইজি মিজানের বিপুল পরিমান অবৈধ সম্পদ ও নারী কেলেঙ্কারিসহ নানা তথ্য প্রমাণ তুলে ধরে প্রতিবেদন করে যমুনা টেলিভিশন। সাময়িক বরখাস্ত করা হয় ডিআইজি মিজানুর রহমানকে। এর প্রেক্ষিতে দুদক তদন্তে নামে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply