নিজেকে আবার চেনাল মোস্তাফিজুর রহমান। গতকাল উইন্ডিজের বিপক্ষে নিয়েছেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। ভয়ংকর ওয়ে ওঠা শিমরন হেটমায়ার, শুরুতে আন্দ্রে রাসেলকে ফেরানোর পাশাপাশি নিয়েছেন শাই হোপের উইকেট।
মোস্তাফিজুর রহমান এই ম্যাচ নিয়ে ১২ ওয়ানডে ম্যাচে তিন বা এর অধিক উইকেট নিয়েছেন। দারুণ ব্যাপার হচ্ছে এই ১২টি ম্যাচ কখনো হারেনি বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটে ৩ বা এর অধিক উইকেট নেওয়ার তালিকায় সবার উপরে রয়েছে মাশরাফী। তিনি ৩২টি ম্যাচ ৩ বার এর অধিক উইকেট নিয়েছেন, অন্যদিকে আব্দুর রাজ্জাক নিয়েছেন ৩০টি ম্যাচ। সাকিবের তিন না এর অধিক উইকেট শিকার ২৬ ম্যাচে।
মোস্তাফিজের আরেক পেস বোলিং সতীর্থ রুবেল হোসেনও নিয়েছেন ১২টি ম্যাচে তিন বা এর অধিক উইকেট। এসব ম্যাচের মধ্যে মাশরাফীর ২২টি ম্যাচ, আব্দুর রাজ্জাকের ২১টি ও সাকিবের ১২টি ম্যাচ জিতে বাংলাদেশ।
তবে সবার থেকে অনন্য মোস্তাফিজুর রহমান। তার তিন বা এর অধিক সবকয়টি ম্যাচই যে জিতেছে বাংলাদেশ।
Leave a reply