ইরানকে চাপে রাখতে আরও নিষেধাজ্ঞা প্রয়োজন: নেতানিয়াহু

|

পরমাণু ইস্যুতে ছয় জাতির সঙ্গে করা সমঝোতা চুক্তির লঙ্ঘন করে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অভিযোগে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন বলে দাবি করেছে ইসরাইল।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমরাব এক বক্তৃতায় বিশ্বের ক্ষমতাশালী দেশগুলোর প্রতি ওই আহ্বান জানান। খবর আনাদোলুর।

অন্যদিকে ইরান বলছে,- সোমবার থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ বাড়ানোর বিষয়ে কাউন্টডাউন শুরু করেছে তারা। আগামী ১০ দিনের মধ্যে ৩০০ কেজির সীমা পার করবে ইরান।

পরমাণু সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারা অনুযায়ী ইরান এ কাজ করবে। ওই ধারায় বলা হয়েছে, সমঝোতার কোনো এক পক্ষ বের হয়ে গেলে অন্যপক্ষ এ ধারা মানতে বাধ্য থাকবে না।

এর আগে গত মে মাসে ইরান আবার ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করেছে। পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত।

পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার এক বছর পর ইরান এসব সিদ্ধান্ত নিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply