মাগুরায় কবরস্থান স্থাপনের দাবিতে মিছিল

|

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলার হাজরাপুর আবাসন প্রকল্প ও গুচ্ছগ্রামের অধিবাসীরা কবরস্থান স্থাপনের দাবিতে মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

আজ দুপুরে শহরের ভায়না মোড় থেকে আবাসন প্রকল্প ও গুচ্ছগ্রামের অধিবাসীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে তারা এ দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবেন।

জানা যায়, দুটি সরকারি আবাসন প্রকল্পের কমপক্ষে পাঁচ শতাধিক মানুষের বসবাস হলেও তাদের জন্য নেই কোন কবর স্থান। গৃহস্থ পরিবারগুলোর কোন সদস্য মারা গেলে তারা পারিবারিক কবরস্থানে মৃতদেহ দাফন করে থাকেন। কিন্তু আবাসন বা গুচ্ছগ্রামের কোন মানুষ মারা গেলে তাদের কবর দেওয়ার কোন স্থান না থাকায় মরদেহ দাফনে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় দুই-তিন দিন মরদেহ পড়ে থাকার পর দূরবর্তী স্থানে কোন আত্মীয় বাড়ি এলাকায় নিয়ে দাফন সম্পন্ন করতে হয়।

স্মারক লিপি গ্রহণ শেষে জেলা প্রশাসক মোঃ আলী আকবর বলেন, বিষয়টি মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব আবাসন প্রকল্প ও গুচ্ছগ্রামের অধিবাসীরা কবরস্থান স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply