মালিতে দুবৃর্ত্তের হামলায় নিহত ৪১

|

মালির দু’টো গ্রামে হামলা চালিয়ে অন্তত ৪১ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার, ইয়োরো আর গঙ্গাফনি গ্রামে হয় এসব হামলা।

এটি সাম্প্রদায়িক হামলা বলে জানিয়েছেন স্থানীয় মেয়র ইজিয়াকা গানামে। হতাহতদের বেশিরভাগই আদিবাসী ডোগোন সম্প্রদায়ের সদস্য।

জানা গেছে, ১শ’র বেশি বন্দুকধারী মোটরবাইকে করে এসে নির্বিচার গুলি চালিয়ে পালিয়ে যায়। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠি। মালিতে জাতিগত সহিংসতার ইতিহাস বেশ পুরোনো।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গেল দেড় বছরে ফুলানি ও ডোগোন আদিবাসীদের মধ্যে সহিংসতায় প্রাণ গেছে সাড়ে ৫শ’র বেশি মানুষের। জমিজমা, পানি ও গবাদি পশু নিয়ে বিরোধের জেরে হয় এসব সহিংসতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply