সরকারি সেবার মান বাড়াতে, ফাইল আটকে না রাখার নির্দেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। হুঁশিয়ারি দেন, কারও কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করা হলে, কঠোর ব্যবস্থা নেবে সরকার। আজ সকালে এনইসি মিলনায়তনে, ‘একনেক ডিজিটাল ডাটাবেজ’ বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী।
এসময় তিনি বলেন, প্রকল্প নিয়ে জটিলতা নিরসনের দায়িত্ব আপনাদের। আর গুনগত মান ধরে রাখবে, ঠিকাদারী প্রতিষ্ঠান। উন্নয়ন কার্যক্রমে গতি আনার জন্যে, বিভিন্ন পর্যায় থেকে, সুপারিশ আসে। এগুলো বিবেচনায় নিতে হবে।
মন্ত্রী বলেন, কোন প্রতিষ্ঠানের ফাইলে ত্রুটি থাকলে, তা উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে। এতে কাজে গতি আসবে। এজন্যে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা বাড়াতে হবে।
Leave a reply