ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে।
এ ঘটনায় উদ্ধার করা হয় আরও ৩১ জনকে, নিখোঁজ রয়েছেন চারজন। ফেরিতে ৬১ আরোহী ছিলেন।
পুলিশের মতে, উত্তাল সমুদ্রে ফেরিটি অতিরিক্ত যাত্রী পরিবহন করছিল। খবর আনাদোলুর। স্থানীয় সময় সোমবার মাদুরা দ্বীপের কাছাকাছি স্থানে এ দুর্ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যমগুলো বলছে- তালিকার বাইরেও ফেরিতে যাত্রী পরিবহনের সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারাং মাঞ্জেরা জানান, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে একটি ফেরি সোমবার মাদুরা দ্বীপের কাছাকাছি উত্তাল সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়ে।
৩২ ফুট লম্বা পুরনো ধাঁচে তৈরি ফেরিটি বড় বড় ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গেই স্থানীয় জেলেরা ঘটনাটি পুলিশকে জানান।
ইন্দোনেশিয়ায় প্রায়ই ফেরি দুর্ঘটনা ঘটে। গত বছরেও সুমাত্রা দ্বীপে যাত্রীবাহী ফেরি ডুবে ১৬০ জন মারা যান।
Leave a reply