Site icon Jamuna Television

টস হেরে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

বিগ ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড।

আর দক্ষিণ আফ্রিকা দলে এক পরিবর্তন। ইনজুরি থেকে দলে ফিরেছেন লুঙ্গি এনগিডি।

বিকাল সাড়ে তিনটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা শুরু হতে বিলম্ব হয়।

বিকাল চারটায় মাঠ পরিদর্শন করে ম্যাচ শুরুর সিদ্ধান্ত নেন দুই আম্পায়ার। বৃষ্টির কারণে এক ওভার কমিয়ে আনা হয়েছে ম্যাচের দৈর্ঘ্য।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে নিউজিল্যান্ড। যেখানে ৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান দক্ষিণ আফ্রিকার।

আসরের শেষ চার নিশ্চিতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই প্রোটিয়াদের।

Exit mobile version