রেটিং কম থাকলেই বাতিল হবে যাত্রীর উবার এ্যাকাউন্ট

|

চালক ও যাত্রীদের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি করতে এবার কমিউনিটি গাইডলাইন আপডেট করলো উবার বাংলাদেশ।

উবারের নতুন কমিউনিটি গাইডলাইন মোতাবেক এখন থেকে রাইড সমাপ্ত করার পর যাত্রীদের পাশাপাশি চালকরাও যাত্রীদের রেটিং দিতে পারবেন। এরআগে একটি রাইড সমাপ্ত হবার পর কেবলমাত্র যাত্রীই চালকের ব্যবহার ও সেবার উপর সন্তুষ্ট হয়ে চালককে একটি রেটিং প্রদান করতে পারতেন।

উবারের এই নতুন কমিউনিটি গাইডলাইন অনুযায়ী কোন যাত্রীর রেটিং একটি নির্দিষ্ট মাত্রায় পৌছালে তাকে রেটিং বাড়ানোর জন্য রিমাইন্ডার দেয়া হবে তাতেও তার রেটিং না বাড়লে ওই যাত্রী আর উবার এ্যাপ ব্যবহার করতে পারবেন না। ফলে এখন থেকে উবার সেবা নেয়ার ক্ষেত্রে চালকরা যেমন যাত্রীদের প্রতি দায়িত্বশীল আচরণ করবে পাশাপাশি যাত্রীরাও চালকের সাথে একইরকম আচরণ করবে বলে আশা করা যাচ্ছে।

উবার বাংলাদেশের লিড জুলকার কাজী ইসলাম বলেন, সবার প্রতি সমান শ্রদ্ধাবোধ বজায় রাখতেই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। এতে সকল যাত্রী প্রভাবিত হবেনা তবে কিছু যাত্রীকে মনে করিয়ে দেয়া হবে যে উবার এ্যাপ ব্যবহার করার সময় কি ধরণের আচরণ প্রত্যাশিত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply