অপহৃত সৈয়দ ইফতেখার আলম সৌরভের ফোন থেকে কল এসেছে বলে জানিয়েছেন তার মামা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। জানান, গতরাত ২টা ২০ মিনিটে তার বাবা ও মায়ের কাছে কল আসে। কিন্তু ফোন ধরার পর কেউ কথা বলেনি। দুপুরে ফেসবুকে লাইভে এসে এতথ্য জানান সোহেল তাজ।
সোহেল তাজ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রেখেই নিখোঁজ সৌরভের জন্য অপেক্ষা করছে পরিবার। এজন্য সবার কাছে দোয়া চান তিনি। তিনি বলেন, এধরনের ঘটনা কাঙ্ক্ষিত না। তবে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেদিকে সবাইকে মনোযোগ দেয়ার আহ্বান জানান তিনি।
৯ জুন চট্টগ্রামে চাকরির সিভি জমা দিতে গিয়ে নিখোঁজ- তরুণ সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভের খোঁজ এখনও মেলেনি। পরিবারের দাবি, তাকে চাকরির প্রলোভন দেখিয়ে পরিকল্পিতভাবে অপহরণ করানো হয়েছে।
Leave a reply