ওয়ানডেতে দ্রুত ৮ হাজার রান এখন হাশিম আমলার ঝুলিতে। ইনিংসের ক্ষেত্রে না হলেও ম্যাচের ক্ষেত্রে ভারত অধিনায়ক ভিরাট কোহলিকে পেছনে ফেলেছেন তিনি। বিশ্বকাপের চলতি আসরে বার্মিংহামে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ রান নিয়ে এই রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান।
কিউইদের বিপক্ষে ব্যাটিংয়ে নামার আগে আমলার রান ছিল ৭৯৭৬ রান। ৮ হাজার রানের মাইলফলক গড়তে তাঁর লেগেছে ১৭৯ ম্যাচ ও ১৭৬ ইনিংস। ১৫ জুন ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে এই বার্মিংহামেই বাংলাদেশের বিপক্ষে রেকর্ডটি গড়েন কোহলি। দ্রুত ৮ হাজার করতে কোহলির লেগেছে ১৮৩ ম্যাচ ও ১৭৫ ইনিংস।
এর আগে দ্রুত ৭ হাজার নিয়েও কোহলিকে পেছেনে ফেলেন আমলা। দ্রুত ২ হাজার থেকে ৮ হাজার রানের মালিকও প্রোটিয়া ওপেনার। ওয়ানডেতে দ্রুত ১০ সেঞ্চুরির ক্ষেত্রেও সবার শীর্ষে আমলা।
দ্রুত ৮ হাজার রানের মাইলফলকের তালিকায় কোহলির পরেই ছিলেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স। এরপরেই আছেন সৌরভ গাঙ্গুলি, রোহিত শর্মা ও রস টেইলর।
Leave a reply