ভূমধ্যসাগরে অবৈধ অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে প্রাণ গেছে অন্তত ২০ জনের। বুধবার (১৯ জুন) স্প্যানিশ উপকূলে ঘটে এ দুর্ঘটনা।
এ ঘটনায় জীবিত উদ্ধার হয়েছে ২৭ জন অভিবাসনপ্রত্যাশী।
ছয়জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হয়। বাকিদের নিকটস্থ একটি যাত্রীবাহী ফেরিতে তোলা হয়।
জানা গেছে, ৪৯ জন আরোহী নিয়ে মরক্কোর উত্তর-পূর্ব উপকূল থেকে ছেড়ে আসা নৌকাটির খোঁজ মিলছিলো না মঙ্গলবার থেকে।
জাতিসংঘের তথ্য বলছে, চলতি বছর অবৈধ পথে ইউরোপে পৌঁছেছে প্রায় ২৩ হাজার শরণার্থী। ২০১৫ সাল থেকে গড়ে ১০ লাখের বেশি মানুষ ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমাতো।
কঠোর সীমান্ত নীতির কারণে গত বছর এ সংখ্যা নেমে আসে দেড় লাখেরও কমে।
Leave a reply