নির্বাচন সামনে রেখে জনগণকে ধোঁকা দিতে মিয়ানমারের সাথে চুক্তি করেছে সরকার। ঠিক কতদিনের মধ্যে রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার, তার কোনো উল্লেখ চুক্তিতে নেই বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, ২০১৪ সালের মতো নির্বাচন করার চিন্তা থাকলে সরকার ভুল করবে। ওইপথে গেলে জনগণ তাদের গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। জনসভা সব দলের অধিকার হলেও বিএনপিকে শর্তের বিনিময়ে অনুমতি নিয়ে সভা করতে হয় বলেও অভিযোগ করেন তিনি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশে অংশগ্রহণ বাধ্যতামূলক করারও সমালোচনা করেন এই আমীর খসরু।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply