টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

|

বিশ্বকাপে চলতি আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যাবেন টাইগাররা। তবে সেই লক্ষ্যে টস হেরে গেছেন মাশরাফি বিন মুর্তজা। তাতে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
বৃহস্পতিবার (জুন ২০) ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় ম্যাচটি মাঠে গড়াবে।

নিজেদের দিনে যে কাউকে হারানোর মতো সামর্থ্য আছে বাংলাদেশের। বিশেষ করে শুরুটা ভালো হলে বড় স্কোর গড়ার মতো ক্রিকেটারও আছে দলে।

তবে কন্ডিশন অনুযায়ী বোলাররা কিছুটা চাপে আছেন। কিন্তু টাইগাররা বিশ্বাস করেন, যে কোনো দলকে হারানোর মতো সামর্থ্য আছে তাদের।

অন্যদিকে বাংলাদেশকে হারাতে হলে সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ ও তামিমকে আটকানোর কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। টাইগারদের সমীহের চোখেই দেখছে অজিরা।

বিশ্বকাপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচে ৪ জয়, ১ হারের স্বাদ পেয়েছেন ফিঞ্চ বাহিনী। আর পঞ্চম অবস্থানে বাংলাদেশ। ৫ ম্যাচে ২টি করে জয়-পরাজয় ও ১ পরিত্যক্তে ৫ পয়েন্ট নিয়ে এই স্থানে আছেন টাইগাররা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply