Site icon Jamuna Television

মেহেরপুরে দু-পক্ষের ‘গোলাগুলিতে’ এক মাদক ব্যবসায়ী নিহত

মেহেরপুর জেলা-যুগান্তর

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে দু’দল মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে এনামুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কাজীপুর মুন্সিপাড়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত এনামুল ইসলাম কাজীপুর বর্ডার পাড়া এলাকার মৃত্য দাউদ হোসেনের ছেলে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, রাত আড়াইটার দিকে কাজীপুর মুন্সিপাড়া এলাকাতে দু’দল মাদক ব্যাবসায়ীদের মধ্যে গোলাগুলি চলছে এমন খবরের ভিত্ত্বিতে পুলিশের একটি টীম ঘটনাস্থলে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাগুলি থেমে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে এক ব্যাক্তির গুলিবিদ্ধ মৃতদেহ সহ একটি দেশীয় তৈরী পিস্তল, ২ রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নিহত এনামুলের নামে গাংনী থানায় একটি বিস্ফোরক, একটি চাঁদাবাজী ও ৪ টি মাদক মামলা সহ মোট ৬ টি মামলা রয়েছে বলেও তিনি জানান।

Exit mobile version