সৌদি ও কিউবাকে কালোতালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র

|

এবার মানবপাচার প্রতিরোধে ব্যর্থতার দায়ে বৃহস্পতিবার সৌদি আরব আর কিউবাকে কালোতালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বার্ষিক প্রতিবেদনে বলা হয় সৌদি আরব তার বিশাল সংখ্যক বিদেশী শ্রমিক শক্তি আমদানিতে আইনের লঙ্ঘন করেছে একইসাথে কিউবা তার বিশ্বব্যাপী ডাক্তার ছড়িয়ে দেয়ার প্রোগ্রামের মাধ্যমে মানবপাচারের সাথে যুক্ত হচ্ছে।

রিপোর্টে বলা হয় এই দুইটি দেশকে গত চার বছর যাবত পর্যবেক্ষণে রাখা হয়েছিল কিন্তু তারা মানবপাচার রোধে কার্যকরী ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে।

এছাড়াও আরো কয়েকটি দেশকে টায়ার-৩ ক্যাটাগরীতে তালিকাভুক্ত করা হয়েছে এই রিপোর্টে। দেশগুলো হলো, চায়না, ইরান, মায়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও ভেনেজুয়েলা।

টায়ার-৩ ক্যাটাগরী হলো এই দেশেগুলোকে আইএমএফ সহ যে কোন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাতে সমর্থন করা থেকে বিরত থাকতে পারবে যুক্তরাষ্ট্র।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, গত বছর মানবপাচার রোধে ব্যর্থতার দায়ে ২২টি দেশকে এরকম তালিকাভুক্ত করা হয়েছে। পম্পেও বলেন, এর দ্বারা একটি বার্তা পরিষ্কার যে যদি আপনি মানবপাচারের সাথে হাত না মেলান তবে যুক্তরাষ্ট্র আপনার সাথে হাত মেলাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply