৩৮৩ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে শেষ পর্যন্ত লড়াই করে বাংলাদেশ। অজিদের বুকে কাঁপন ধরিয়ে দেন টাইগাররা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সহজে জিততে দেননি তারা, যা মুগ্ধ করেছে সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার মাইক হাসিকে। এ জন্য বাংলাদেশকে টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার নটিংহ্যামে প্রথমে ব্যাটিং করে ৩৮২ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের লাগাম শক্ত করে ধরে বাংলাদেশ। ৪৮ রানের ব্যবধানে হারলেও শেষ পর্যন্ত লড়াই করে গেছেন মুশফিক-মাহমুদউল্লাহরা। তাদের লড়াকু মনোভাব ভীষণ ভালো লেগেছে হাসির।
বাংলাদেশের খেলা দেখে বিমুগ্ধ তিনি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য বলেন, টাইগারদের আমার টুপি খোলা অভিনন্দন। ওরা দারুণ লড়াই করেছে। বিশ্বচ্যাম্পিয়নরা সহজে জেতেনি। শেষ পর্যন্ত তাদের লড়াই করতে হয়েছে।
ইনিংসের শুরুতে দুর্ভাগ্যক্রমে রানআউট হয়ে সাজঘরে ফেরেন সৌম্য। সাকিবকে নিয়ে ভিত গড়তে থাকেন তামিম। আচমকা থেমে যান বিশ্বকাপে ফর্মের মগডালে থাকা সাকিব। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে ব্যর্থ হন তিনি।
তবে শেষ পর্যন্ত লড়াই করেন মুশফিক। ৯৭ বলে ১০২ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। মাঝপথে তাকে ভালো সঙ্গ দেন মাহমুদউল্লাহ। নির্ধারিত ৫০ ওভারে ৩৩৩ রানে থামেন লাল-সবুজ জার্সিধারীরা। ওয়ানডে ইতিহাসে এটিই তাদের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।
Leave a reply