বিশ্বকাপের ২৭তম ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-শ্রীলংকা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লংকান দলপতি দিমুথ করুনারত্নে। পয়েন্ট টেবিলের দুইয়ে আছে ইংল্যান্ড। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে এই স্থানে ইংলিশরা। এই ম্যাচে জিতলে সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যাবেন তারা।
সেখানে ৫ ম্যাচে ১ জয়, ২ পরাজয় ও ২ পরিত্যক্তে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে শ্রীলংকা। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।
বিশ্বকাপে হেড টু হেড পরিসংখ্যানে ১০বারের সাক্ষাতে ৬বার জয় পেয়েছে ইংল্যান্ড। আর ৪বার জয় তুলে নিয়েছে শ্রীলংকা। সবশেষ ২০১৫ বিশ্বকাপে ইংলিশদের হারান লংকানরা।
Leave a reply