Site icon Jamuna Television

বিজিবিকে কুকুর উপহার দিল বিএসএফ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার দুপুরে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে কুকুরগুলো বেনাপোল বিজিবি ক্যাম্পে আনা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গত জানুয়ারি মাসে বিজিবির ৫২ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের মধ্য প্রদেশের বিএসএফের ট্রেনিং সেন্টারে যায় প্রশিক্ষণের জন্য। ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজিবির নায়েক সুবেদার মাহবুবুল আলম।

সাড়ে চার মাস প্রশিক্ষণ শেষে ওই প্রতিনিধি দল শুক্রবার বাংলাদেশে ফিরে আসে। আসার সময় বিএসএফের উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ভারতীয় কুকুর (ডগ স্কোয়াড) উপহার দেয়।

লে. কর্নেল মো. সেলিম রেজা আরও জানান, কুকুরগুলো প্রথমে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে রাখা হবে। পরে এগুলো ঢাকার পিলখানায় বিজিবি হেডকোয়ার্টারে নেয়া হবে।

Exit mobile version