Site icon Jamuna Television

অন্তত ১৫০ প্রাণহানি এড়াতে ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প !

ইরানের রেভ্যুলেশনারী গার্ড বাহিনী কর্তৃক মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনায় প্রতিশোধ নিতে ইরানে বিমান হামলার নির্দেশ দেয়ার পরও অন্তত ১৫০ জন মৃত্যুর সম্ভাবনা থাকায় তা বাতিল করে দেয় ট্রাম্প। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ট্রাম্প বলেন, আমরা সম্পূর্ণ তৈরি ছিলাম বিমান হামলার জন্য কিন্তু তা ১০ মিনিট পূর্বেই বাতিল ঘোষণা করি যখন আমার জেনারেল আমাকে জানলেন যে ক্ষয়ক্ষতি স্বরুপ অন্তত ১৫০ জন নিহত হতে পারেন।

এসময় ট্রাম্প আরো বলেন একটি চালকবিহীন বিমান ভূপাতিত করার জন্য ১৫০ জন মানুষ হত্যা কখনোই একটি সমপরিমাণ প্রতিশোধ হতে পারেনা।

ট্রাম্প বলেন, আমাদের কোন তাড়া নেই বরং ইরানের প্রতি আরো অবরোধ আরোপ করা হবে। যাতে ইরান কখনোই যুক্তরাষ্ট্র তো দূরে থাক বিশ্বে কোথাও পারমাণবিক বোমা ব্যবহার না করতে পারে।

Exit mobile version