Site icon Jamuna Television

আজ বিএনপির স্থায়ী কমিটির ‘গুরুত্বপূর্ণ’ বৈঠক

বিএনপির স্থায়ী কমিটির ‘গুরুত্বপূর্ণ’ বৈঠক বিকালে আজ শনিবার আবার বসছে।

মুলতবি রেখে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকটি বিকাল সাড়ে ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। স্কাইপের মাধ্যমে লন্ডন থেকেই বৈঠকে যুক্ত হবেন তারেক রহমান।

গত শনিবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকটি মুলতবি রেখে শেষ হয়। আজকের বৈঠকে সদ্য পদোন্নতি পাওয়া স্থায়ী কমিটির দুই সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমানকেও অংশ নিতে বলা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি নির্ধারণ করা হবে।

এছাড়া ছাত্রদলের কমিটি নিয়ে বিদ্যমান সংকটের বিষয়টিও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আনা হবে। স্কাইপের মাধ্যমে লন্ডন থেকেই বৈঠকে যুক্ত হবেন তারেক রহমান।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, গত শনিবার মুলতবি রেখে স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়। ওই বৈঠকে খালেদা জিয়ার মুক্তির বিষয়, দলের সাংগঠনিক অবস্থা, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে আলোচনা হয়েছিল; কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আজ বৈঠকে সেই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা হবে।

জানতে চাইলে স্থায়ী কমিটির নতুন সদস্য সেলিমা রহমান বলেন, শনিবারের স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিতে আমাদের বলা হয়েছে।

বিএনপির সূত্র জানায়, গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতাদের মধ্যে বাদানুবাদ হয়। দেড় মাস পর অনুষ্ঠিত ওই বৈঠকে দলের নির্বাচিত এমপিদের শপথ ইস্যুতে দুই নেতা বিতর্কে জড়িয়ে পড়েন।

পরে আরেক নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং দ্বন্দ্বের নিরসন হয়। পরে জোট সম্প্রসারণ, দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আলোচনা করে বৈঠক মুলতবি রেখে শেষ করা হয়।

জানা গেছে, আজকের বৈঠকে দলের আন্দোলন কর্মসূচি, দল পুনর্গঠন, জোট সম্প্রসারণ ও ছাত্রদলের সংকট সমাধানসহ নানা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Exit mobile version