চতুর্থ দিনের মতো বন্ধ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ

|

দেশি-বিদেশি দুই শ্রমিক নিহতের ঘটনায় চতুর্থ দিনের মতো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

বয়লার থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে, সংঘর্ষে আরেক চীনা শ্রমিকের মৃত্যুর ঘটনার চতুর্থ দিনেও কাজে যোগ দেননি শ্রমিকেরা।

সংঘর্ষে চীনা নাগরিক মৃত্যুর ঘটনায় অজ্ঞাত পাঁচ-ছয়শ জনকে আসামি করে গতকাল কলাপাড়া থানায় হত্যা মামলা করেন চীনা প্রকল্পের নিরাপত্তা পরিচালক ‘ওয়াং লিং পিও’। এদিকে, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের মামলায় গ্রেফতার ১৪ বাংলাদেশি শ্রমিককে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, সংঘর্ষ ও প্রাণহানির কারণ চিহ্নিত করতে কাজ করছে তদন্ত কমিটি। যেকোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কেন্দ্র এলাকায় মোতায়েন আছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply