দেশজুড়ে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকালে রাজধানী শিশু হাসপাতালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে মন্ত্রী জানান, এবার দেশ-বিদেশের ল্যাবে ক্যাপসুল পরীক্ষা করা হয়েছে। তাই মান নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। দেশব্যাপী এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। একইসাথে দেশের দুর্গম এলাকায় ক্যাম্পেইন সফল করার জন্য পরবর্তী চারদিন বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পর্যবেক্ষণে প্রতিটি জেলা, উপজেলা ও কেন্দ্রে সার্বক্ষণিক কন্ট্রেল রুম খোলা রাখা হয়েছে।
Leave a reply