সকল প্রতিকূলতা অতিক্রম করে নারীরা আজ সফলতা ও জয়ের স্বাক্ষর রেখেছে। তবে এখনো অনেক অবদান রাখা নারীর নাম ইতিহাসে ঠাই পায়নি। ইতিহাসবাদিদের দায়িত্ব তাদের নাম গুরুত্বের সাথে লিখে রাখা। এমন মন্তব্য জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ইতিহাস পরিষদ আয়োজিত ৪৯তম বার্ষিক আন্তর্জাতিক ইতিহাস সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, পুরুষতান্ত্রিক সমাজে থেকেও নারীরা সবক্ষেত্রে আজ এগিয়ে গেছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নারী উন্নয়নে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান শিরীন শারমিন চৌধুরী। তাই বাংলাদেশের বহু নারী ইতিহাসে জায়গা করে নিয়েছে।
Leave a reply