পায়রা তাপ‌বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশি শ্র‌মিকদের ছু‌টি ঘোষণা

|

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি

পায়রা তাপ‌বিদ্যুৎ কে‌ন্দ্রে চীনা শ্র‌মিক নিহ‌তের ঘটনায় উদ্বুদ্ব প‌রি‌স্থি‌তি থে‌কে কা‌জের প‌রি‌বেশ তৈ‌রি‌তে এখনও ১০থে‌কে ১২দিন সময় লাগ‌বে। ঠিক এ সময় পর্যন্ত বাংলা‌দেশি শ্র‌মিক‌দের ছু‌টির ঘোষণা করা হ‌য়ে‌ছে। আর বাংলাদেশি সকল শ্র‌মিক‌দের ব‌কেয়া পাওনা আগামী তিন‌দি‌নের ম‌ধ্যে প‌রি‌শোধ করা হ‌বে। ত‌বে আজ থে‌কে স্বল্প প‌রিসরে কা‌জে যোগ দি‌বে চীনা শ্র‌মিকরা। ঢাকায় জ্বালা‌নি মন্ত্রনাল‌য়ের বোর্ড মি‌টিং‌য়ে আজ এ সিদ্বান্ত হয় ব‌লে যমুনা‌নিউজ‌কে নিশ্চিত ক‌রে‌ছেন পটুয়াখালীর জেলা প্রশাসক ম‌তিউল ইসলাম চৌধুরী।

এদি‌কে পায়রা তাপ‌বিদ্যুৎ কে‌ন্দ্রের বাংলা‌দেশী প্রক‌ল্পের ইঞ্জি‌নিয়ার (নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক) জানান, এখানকার চীনা শ্র‌মিক আর কর্মকর্তারা মান‌ষিকভা‌বে দুর্বল হ‌য়ে প‌রে‌ছেন। বাংলা‌দেশী পু‌লি‌শের ক‌ঠোর নিরাপত্তা স‌ত্ত্বেও চীনারা বাংলা‌দেশী শ্র‌মিক‌দের সা‌থে এই মুহ‌ু‌র্তে কাজ কর‌তে আগ্রহী না হওয়ায় সং‌শ্লিষ্টরা এই সিদ্বান্ত নি‌তে বাধ্য হ‌য়ে‌ছে।

তাছাড়া তা‌দের মালামাল সাম‌গ্রি সব ফিরে না পাওয়া পর্যন্তও চীনারা বাংলা‌দেশিদের সা‌থে কাজ কর‌তে চায়না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply