পেরুকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

|

পেরুকে বড় ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপে সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিক ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৫-০ গোলের জয় পেয়েছে তিতের দল।

শুরুটা অগোছালো হলেও ম্যাচের ১২ মিনিটে লিড পায় ব্রাজিল।

জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন কাসেমিরো। প্রথমার্ধে আরো দুই গোলের দেখা পায় স্বাগতিকরা। ১৯ মিনিটে রবার্তো ফিরমিনো আর ৩২ মিনিটে এভারটনের গোলে ৩ -০’র লিড নিয়ে বিরতিতে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক শুরু করা ব্রাজিল ৫৩ মিনিটে দেখা পায় চতুর্থ গোলের। গোল করেন অধিনায়ক আলভেস।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে এভারটনের পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে স্কোরলাইন ৫-০ করেন চেলসির মিডফিল্ডার উইলিয়ান।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply