আর্থ-সামাজিকভাবে এগিয়ে নিয়ে আওয়ামী লীগই দেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সকালে দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এই কথা বলেন তিনি। সকাল সাড়ে ৮টায় ফুল দেন প্রধানমন্ত্রী। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবেও ফুল দেন শেখ হাসিনা। শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা জাতীয় সঙ্গীত বাজিয়ে পতাকা উত্তোলন করেন৷ এসময় পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এসময় শেখ হাসিনা বলেন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা, আওয়ামী লীগের নেতৃত্বেই বাস্তবায়িত হবে।
Leave a reply