শাহবাজপুর সেতু ঝুকিপূর্ণ, ফেরিতে যানবাহন পারাপার

|

ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর সেতুর স্প্যান ভেঙে যাওয়ায় ফেরি সার্ভিসের মাধ্যমে যানবাহন পারাপারের উদ্যোগ নেয়া হয়েছে।

এরইমধ্যে তিতাস নদীতে ঘাট তৈরির কাজ শুরু করেছে সড়ক বিভাগ। নির্মিত হচ্ছে অ্যাপ্রোচ সড়কও। নারায়ণগঞ্জ থেকে একটি ফেরি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

সড়ক বিভাগ জানিয়েছে, সেতুর ভেঙে যাওয়া অংশে বিশেষ মেরামত কাজ চলছে। তবে, যানবাহন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে কমপক্ষে দশ দিন। এসময়টায় ঢাকা-সিলেট ও সিলেট-কুমিল্লা রুটে চলাচলরত যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। তবে বাড়তি যানবাহনের চাপে দেখা দিয়েছে যানজট। পণ্য পরিবহনে নেমে এসেছে স্থবিরতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply