কম্বোডিয়ায় ভবনের ধ্বংসস্তুপ থেকে ১৮ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, উপকূলীয় শহর শিহানুকভিল্যাতে হয় দুর্ঘটনাটি।
শনিবার গভীর রাতে হঠাৎ করেই ভেঙ্গে পড়ে নির্মানাধীন ৭ তলা ভবন। এসময় আবাসন প্রকল্পটিতে কাজ করছিলেন অনেক শ্রমিক।
ইষ্পাত কাটা’সহ ধ্বসে পড়া পিলার সরাতে ব্যবহৃত হচ্ছে ভারী যন্ত্রপাতি।
ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তুপের নিচে চীনের ৪ নাগরিকসহ আটকা রয়েছেন অনেকে।
দুর্ঘটনার মূল কারণ এখনও জানে না কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, নির্মাণকাজে ত্রুটির জন্যেই এ দুর্ঘটনা।
Leave a reply