জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে নতুন অন্তর্বর্তীকালীন কমিটি

|

জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে শুক্রবার নতুন একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছে দেশটির ক্রীড়া ও বিনোদন কমিটি(এসআরসি)। খবর এনডিটিভির

এমনকি দেশটির ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনিকেও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ হওয়ায় তিনি আর স্বপদে থাকতে পারছেন না।

তবে নতুনভাবে সবকিছু গঠনের আগে ক্রিকেটকে পরিচালনা করতে একটি অন্তবর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে রয়েছেন, ডেভিড এলম্যান-ব্রাউন, আহমেদ ইব্রাহীম, চার্লি বরার্টসন, সাইপ্রিয়ান ম্যানডেঞ্জ, রবার্টসন চিননিয়ানগেটারি, সেকসেই নোখওয়ারা ও ডানকাট ফ্রস্ট।

এর আগে এসআরসি একটি নির্দেশনা জারি করেছিল, যাতে জিম্বাবুয়ের ক্রিকেটের বার্ষিক সাধারণ নির্বাচন সংক্রান্ত একটি বৈঠক বাতিল ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন প্রক্রিয়া ও বোর্ডের সংবিধান লঙ্ঘনের অভিযোগে এসব উদ্যোগ নেয়া হয়েছে।

জিম্বাবুয়ের ক্রিকেটের চেয়ারম্যান হিসেবে তাভেনগাওয়া মুখুহলানি নির্বাচিত হওয়ার পর এসআরসির সঙ্গে এই সংকট তৈরি হয়েছে।

এর আগে নির্বাচনী প্রক্রিয়া বাতিল করতে এসআরসি একটি নির্দেশনা জারি করেছিল। কিন্তু তা অগ্রাহ্য করে বৈঠকে বসে ক্রিকেট বোর্ড এবং তাভেনগাওয়াকে চার বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নির্বাচন করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply