তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলের মেয়র নির্বাচনে ফের পরাজিত হলো ক্ষমতাসীন জোট- একেপি। রোববার, রাতে নিশ্চিত হয় ফলাফল।
দেশটির নির্বাচন কমিশন জানায়, বর্তমান মেয়র একরাম ইমামোগলু ৫৪ শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন। বিজয় ভাষণে তিনি বলেন, এরমাধ্যমে ইস্তাম্বুল ও গোটা দেশের জন্য নতুন ইতিহাস রচিত হলো। প্রমাণিত হলো- জনগণের ন্যায়বিচার-ভারসাম্য ও ভালোবাসা। তার একমাত্র প্রতিপক্ষ ক্ষমতাসীন জোটের প্রার্থী এবং সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম ফলাফল মেনে নিয়েছেন। চলতি বছর মার্চ মাসেই, চমক দেখান বিরোধী দল- সিএইচপি’র নেতা একরাম। কিন্তু, মেয়র হিসেবে তার জয়কে চ্যালেঞ্জ জানিয়ে দ্বিতীয়বার হলো ভোটাভুটি। ২০২৩ সাল পর্যন্ত, তিনি থাকবেন গুরুত্বপূর্ণ নগরী ইস্তাম্বুলের ক্ষমতায়।
Leave a reply